এই মুহূর্তে কলকাতা

রবিবার ৫ দিনের সফরে উত্তরবঙ্গ পৌঁছালেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ২৮ জানুয়ারি:- রবিবার পাঁচ দিনের সফরে উত্তরবঙ্গ পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে দমদম বিমানবন্দর থেকে রাজ্য সরকারের নিজস্ব বিমানে তিনি হাসিমারা বিমানঘাঁটিতে পৌঁছান। শিলিগুড়িতে রাতেই যাপনের পর সোমবার কোচবিহার ও শিলিগুড়িতে দু’টি অনুষ্ঠানে যোগদানের কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। কোচবিহারের সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকেই রাজবংশী ভাষায় পঠনপাঠন শুরু করার কথা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার রায়গঞ্জ ও বালুরঘাটের সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা উপভক্তাদের হাতে তুলে দেবেন তিনি। প্রথমে সরকারি অনুষ্ঠানে যোগদান করবেন তিনি। ওই দিন বালুরঘাটে সভা করার পাশাপাশি মঙ্গলবার রাত্রিযাপন করবেন সেখানেই।

মনে করা হচ্ছে, ওই দিন রাতেই তিনি দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে দেখাও করতে পারেন। পাশাপাশি, জনসংযোগও করতে পারেন তিনি। বুধবার সকালে বালুরঘাট থেকে মালদায় যাবেন মুখ্যমন্ত্রী। সেখানেও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে। ওই একই দিনে ন্যায় যাত্রা কর্মসূচিতে মালদায় থাকবেন রাহুল গান্ধী। সরকারি ভাবে কোনো সূচি না থাকলেও দুজনের মধ্যে সামান্য সময়ের জন্য স্বাক্ষাত হতে পারে বলে এক রাজনৈতিক সূত্রের দাবি। মালদা থেকে মুখ্যমন্ত্রী যাবেন বহরমপুর। সেখানেও একটি সরকারি অনুষ্ঠান রয়েছে তাঁর। ওই দিনই মুখ্যমন্ত্রী পৌঁছে যাবেন কৃষ্ণনগর। পরদিন নদিয়া জেলার কৃষ্ণনগরে সরকারি অনুষ্ঠানে পরিষেবা প্রদান করে ফিরে আসবেন কলকাতায়।