হুগলি, ২৪ জানুয়ারি:- হুগলি জেলার শ্রমিক মেলার উদ্বোধন করলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা। পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের পক্ষ থেকে প্রতি বছর শ্রমিক মেলা করা হয়। চুঁচুড়া রবীন্দ্রভবনে দুদিন ব্যাপী এই শ্রমিক মেলার আয়োজন করা হয় হুগলী জেলা শ্রম দপ্তরের পক্ষ থেকে সভাধিপতির পাশাপাশি এদিনের এই শ্রমিক মেলায় উপস্থিত ছিলেন হুগলির জেলাশাসক মুক্তা আর্য চন্দনগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাভালগি সহ হুগলি জেলার অন্যান্য বিধায়করা। হুগলি জেলার শ্রমিক মেলায় দুই সাংসদ সহ অন্যান্য বিধায়কদের আমন্ত্রণ থাকলেও বিরোধীদলের এক সাংসদ সহ চার বিধায়ক আমন্ত্রণ পেলেন না।
এদিনের এই শ্রমিক মেলা থেকে দুর্ঘটনা জনিত মৃত্যু, স্বাভাবিক মৃত্যু, পেনশন ও প্রভিডেন্ট ফান্ড বাবদ মোট ৫০২ দুজনের হাতে ৯৫ লক্ষ ২৫ হাজার ৬৩৪ টাকার আর্থিক ক্ষতিপূরণ তুলে দেওয়া হয়। পাশাপাশি এই মেলা থেকে অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রকল্পের উপর অবগত করা হয়। আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ বলেন এই শ্রমিক মেলার মধ্যে দিয়ে রাজ্য সরকারের কঙ্কালসার চেহারাটা বেরিয়ে আসছে। আমরা নির্বাচিত হওয়ার পর থেকেই রাজ্য সরকারের কোন অনুষ্ঠানেই বিরোধী দলের সাংসদ ও বিধায়করা আমন্ত্রণ পান না। তবে এটা আমাদের কাছে নতুন কিছু ব্যাপার নয়। জেলা পরিষদের সভাধিপতি রঞ্জনধারা জানান বিষয়টি আমার জানা নেই। আমন্ত্রণপত্রে নাম না থাকা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি জানান ভুল হয়ে গেছে, এর থেকে আর বেশি কিছু তিনি জানাননি।