এই মুহূর্তে জেলা

শ্যামপুরে দিনেদুপুরে জুয়েলারি দোকানে লুট।


হাওড়া, ১৭ জানুয়ারি:- বুধবার দুপুরে হাওড়া শ্যামপুর থানা এলাকার শশাটি বাজারের কাছে একটি সোনার দোকানে দুষ্কৃতিরা দোকান মালিকের মাথায় পিস্তল ঠেকিয়ে লক্ষাধিক টাকার গহনা নিয়ে চম্পট দেয়। জানা গিয়েছে এদিন দুপুর বারোটা নাগাদ ২ জন দুষ্কৃতী বাইকে চেপে আসে। তারা বাংলা ও হিন্দিতে কথা বলতে বলতে দোকানে ঢুকে কিছু রূপোর জিনিস কেনে।

পরে আবার ফিরে এসে সোনার গহনা দর করতে থাকে। এরই মাঝে এক দুষ্কৃতী পকেট থেকে পিস্তল বার করে দোকানদারের দিকে তাক করে এবং অন্য দুষ্কৃতী সমস্ত সোনার গহনা এবং ভল্ট খুলে নগদ টাকা লুট করে চম্পট দেয়। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।