কলকাতা, ১৬ জানুয়ারি:- কেন্দ্রের নির্দেশ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে গেরুয়া রং ও লোগো রাজ্য মানবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের এই নির্দেশিকার বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে রাজ্যে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। সম্প্রতি প্রতিটা রাজ্যকে কেন্দ্রের তরফ থেকে নির্দেশিকা পাঠানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গেরুয়া রং ও কেন্দ্র নির্ধারিত লোগো ব্যবহার করতে হবে। এক্ষেত্রে রাজ্যের বক্তব্য, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চলে রাজ্যের টাকায়। এছাড়া বিশ্ববিদ্যালয় গুলো স্বয়ং শাসিত। সেখানে সরকার অযথা হস্তক্ষেপ করতে পারে না।
এই অবস্থায় দাঁড়িয়ে কেন্দ্রের এই নির্দেশিকা মানার অর্থ কেন্দের হস্তক্ষেপ করার একটা চেষ্টা। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে জানিয়ে দিয়েছেন, কেন্দ্রের এই সিদ্ধান্ত কোনভাবেই মানা সম্ভব নয়। রাজ্যের কেন্দ্রীয় সরকার তাদের অফিসের রং পরিবর্তন করে গেরুয়া করে দিচ্ছে। রেলস্টেশন মেট্রো স্টেশনে রং পরিবর্তন করে গেরুয়া করে দিচ্ছে। কোন কিছুই মানছে না। তৃণমূলসহ বিরোধী দলগুলো কেন্দ্রের এই আচরণে বিরুদ্ধে সব সময় ক্ষোভ প্রকাশ করে এসেছে। এবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন কেন্দ্রের নির্দেশ মানা সম্ভব নয়। তবে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই নিয়ে কোন উত্তর আসেনি।