হুগলি, ১৪ জানুয়ারি:- কল্যাণ বন্দ্যোপাধ্যায় ডানকুনিতে একটি রক্তদান শিবিরে উপস্থিত হয়ে বলেন, সিআইএফ রুটমার্চ করবে কেন? সন্দেশ খালিতে গোলমাল হয়েছে তাবলে সিআইএসএফ এর অধিকার জন্মে যায়নি ভয় দেখানোর। অসাংবিধানিক কাজ করেছে সিআইএসএফ।নির্বাচনের সময় অবস্থা বুঝে নির্বাচন কমিশন সিআইএসএফ ব্যবহার করে।
যু্ক্ত রাষ্ট্রীয় কাঠামো ভাঙতে চাইছে বিজেপি। অমিত শাহ এসে এই পরিকল্পনা করেছে। বিরোধী দলনেতার জেলে থাকার কথা বিচারপতি রাজশেখর মান্থা তাকে রক্ষা কবচে আশির্বাদ দিয়ে রেখেছেন। দের দু বছর হল সিবিআই ইডি তদন্ত করছে।করুক গ্রেফতার করেছেন ভালো কথা কিন্তু এখনো ট্রায়াল শুরু হল না কে। এক এক জায়গায় গিয়ে তৃনমূলকে ফাঁকা করার পরিকল্পনা নিয়েছে। মানুষ এর জবাব দেবে।আসছে লোকসভা অধিবেশনই হবে বাংলার বিজেপি সাংসদদের শেষ অধিবেসন।