কলকাতা, ১২ জানুয়ারি:- রাজ্য সরকার পুর এলাকায় কেন্দ্রীয় প্রকল্পে তৈরি বাড়ির ফলক পরিবর্তন করে বাধ্যতামূলক ভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা লেখার নির্দেশ দিয়েছে। নামকরন বদল না হলে কেন্দ্রীয় সরকারের অর্থ বরাদ্দ থেকে সংশ্লিষ্ট পুরসভা বঞ্চিত হতে পারে বলে রাজ্য নগরউন্নয়ন সংস্থার তরফে পুরসভাগুলিকে পাঠানো চিঠিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য এই প্রকল্পে একটি বাড়ির জন্য বরাদ্দ তিন লক্ষ ৬৮ হাজার টাকার মধ্যে কেন্দ্রীয় সরকার দেড় লক্ষ, রাজ্য সরকার এক লক্ষ ৯৩ হাজার ও বাকি টাকা উপভোক্তাকে দিতে হয়। কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল নিয়ে বিতর্ক কম হয়নি এ রাজ্যে। গ্রামীণ এলাকায় সরকারি প্রকল্পে নির্মিত বাড়িতে ‘বাংলা আবাস যোজনা’ লেখা হয়েছিল।
নাম বদলে বাড়িতে ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) লিখতে বাধ্য হয়েছে প্রশাসন। এ বার, শহরাঞ্চলে সরকারি আবাস প্রকল্পে নির্মিত বাড়ির ফলকে ‘হাউস ফর অল’-এর (সবার জন্য বাড়ি) পরিবর্তে ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা (শহর)’ লেখার নির্দেশ দিল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। প্রশাসন সূত্রে খবর, গ্রামীণ এলাকার মতো শহরাঞ্চলেও কেন্দ্রীয় আবাস প্রকল্প পরিদর্শনে আসতে পারে কেন্দ্রীয় দল। সেই অনুমানের ভিত্তিতে বিতর্ক এড়ানোর জন্যই এই নির্দেশ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, প্রকল্পের টাকা পেয়েও যে উপভোক্তারা বাড়ি করেননি, তাঁদেরকে নোটিস দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে সরকার।