এই মুহূর্তে জেলা

কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ভ্যাটে আগুন ব্যান্ডেলে।

হুগলি, ৯ জানুয়ারি:- ব্যান্ডেলে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ভ্যাটে আগুন, দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান। ব্যান্ডেল জি টি রোডের পাশে পঞ্চায়েত এলাকার বর্জ্য ফেলার জন্য একটি ভ্যাট বসানো হয়।কঠিন বর্জ্য ব্যবস্থাপনার অধীন এই ব্যবস্থায় এলাকার যত বর্জ্য সব ফেলা হয়।ভ্যাট উপচে রাস্তায় চলে আসে আবর্জনা।

স্তূপাকৃত হয় দূষন ছড়ায়। সেই ভ্যাটে হঠাৎ ই আগুন লাগে আজ সকাল এগারোটা নাগাদ। ব্যান্ডেল পঞ্চায়েতের উপ প্রধান প্রদীপ রায় জানান, খবর পেয়ে তার দমকল পুলিশ ও বিদ্যুৎ দপ্তরকে জানান।তিনটি দপ্তরের কর্মিরা আসে। দমকল বেশ কিছুক্ষনের চেষ্টায় আগুন অায়ত্বে অানে। আবর্জনায় প্রচুর প্লাস্টিক থাকার কারনে আগুন ছড়িয়ে পড়ে।