হুগলি, ২৪ ডিসেম্বর:- দুর্গাপুর হাইওয়ের উপর সিঙ্গুর রতনপুর এলাকায় হটাৎ তেলের ট্যাংকারে আগুন লেগে বিপত্তি। এরফলে দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায় যানচলাচল। এদিন সন্ধের সময় পানাগর এর দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল একটি তেল ভর্তি ট্যাংকার। এরপর রতনপুর এর কাছে হাইওয়ের উপরেই হটাৎ আগুন লেগে যায় গাড়িটিতে। চালক বিপদবুঝে গাড়ি ছেড়ে নেবে গিয়ে রক্ষা পান। এলাকার মানুষ দেখতে পেয়ে খবর দেন সিঙ্গুর থানায় ও দমকল বিভাগকে। এরপরে এলাকার বাসিন্দারাই আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সিঙ্গুর থানার পুলিশ। এরপর দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হওয়ার পর পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। এলাকার এক বাসিন্দা বলেন, তেল ভর্তি গাড়িতে যাচ্ছিল হটাৎ গাড়িটিতে আগুন লেগে যায়। দেখতে পেয়েই তারা থানায় খবর দেন ও আগুন নেভানোর কাজ শুরু করেন। দমকল বিভাগের এক আধিকারিক বলেন, গাড়িটিতে কোনোভাবে সটসার্কিট থেকে আগুন লেগে যায়। তারা খবর পেয়েই দ্রুত সেখানে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি। শুধু এই রাস্তার উপর আগুন লেগে যাওয়ার কারণে বেশকিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।