হাওড়া, ৪ ডিসেম্বর:- হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে ‘বেআইনি’ পার্কিং সরানো হবে ইতিমধ্যেই সেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তার আগে ওই স্টেডিয়ামে ‘নো পার্কিং’ বোর্ড লাগানো হয়েছে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে। গাড়ি পার্কিংয়ের জন্য পুরনিগমের অনুমতি থাকলেও সেই নিয়ম না মেনে এতদিন ধরে সেখানে ‘অবৈধভাবে’ তার প্রায় দশগুণ বেশি গাড়ি পার্কিং করার অভিযোগ উঠেছিল। অবশেষে ওই ‘বেআইনি’ পার্কিং সরানোর বিষয়ে প্রশাসনিক স্তরে উদ্যোগ নেওয়া শুরু হচ্ছে। শৈলেন মান্না স্টেডিয়ামে হাওড়া সিটি পুলিশের নামে স্টেডিয়ামের বেশ কিছু জায়গায় ‘নো পার্কিং বাই হাওড়া সিটি পুলিশ’ হোর্ডিং দেওয়া হয়েছে।
আপাতত ৩০টির মতো গাড়ি মাঠের বাইরে স্টেডিয়াম চত্বরে রাখা যাবে বলে জানা গেছে। ৩ দিন দিন সময় দেওয়া হয়েছে ত্রিশটি বাদে বাকি সব গাড়ি সরিয়ে নেওয়ার জন্য। তার মধ্যে না সরানো হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। এই ব্যাপারে হাওড়া পুরনিগম সূত্রের খবর, যে ৩০টি গাড়ি রাখা হবে তার ডিটেলস দিতে বলা হয়েছে। এর বাইরে বাকি সব গাড়ি সরিয়ে নিতে হবে। বিষয়টি লিখিতভাবে পুরনিগমের পক্ষ থেকে জানানো হয়েছে। তাদের সময় দেওয়া হয়েছে। এই অনুযায়ী প্রক্রিয়া শুরু হয়েছে। কেউ যদি সময়মতো গাড়ি না সরান তাহলে পুলিশের সাহায্য নিয়ে সরানো হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সব গাড়িই সরিয়ে দেওয়া হবে।