হাওড়া, ২৭ নভেম্বর:- সোমবার সাতসকালে হাওড়ার ঘুসুড়ির শ্যাম মন্দিরের পাশে গিরীশ ঘোষ রোডের ধারের ঢাকা ড্রেন থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন স্থানীয় টোটো চালকরা ড্রেনের মধ্যে মানুষের একটি হাত বেরিয়ে থাকতে দেখে চিৎকার জুড়ে দেন। খবর যায় মালিপাঁচঘড়া থানায়। পুলিশ এসে নর্দমার উপরের ঢাকা সরিয়ে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে।
প্রায় পুরো ঢাকা ওই নর্দমার ভিতর থেকে দেহটি উদ্ধার করতে কালঘাম ছোটে পুলিশের। অবশেষে ঘন্টাখানেকের চেষ্টায় উদ্ধার হয় মৃতদেহ। কে বা কারা দেহটি ওখানে এনে ফেললো, কিভাবেই বা মৃত্যু হল ওই ঢাকা নর্দমার মধ্যে, কি ভাবেই বা দেহটি গেল তা নিয়ে ধন্দে পুলিশ ও স্থানীয়রা। দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। তদন্তে নেমেছে পুলিশ।