এই মুহূর্তে জেলা

মহিলা সেজে আজও পুরুষরাই বরণ করেন মা জগদ্ধাত্রীকে।

হুগলি ২৩ নভেম্বর:- মাথায় ঘোমটা টেনে পুরুষরাই মহিলা সেজে বরণ করেন মা জগদ্ধাত্রীকে। প্রাচীন রীতি এখনো মেনেই ভদ্রেশ্বর তেঁতুলতলা জগদ্ধাত্রী পুজোর প্রতিমা নিরঞ্জন পর্বের সূচনা হয়। জনশ্রুতি আছে রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান দতারাম সূর গৌরহাটি অঞ্চলের বাসিন্দা ছিলেন। রাজবাড়িতে জগদ্ধাত্রী পুজো হত।সেই পুজো দেখে তার বিধবা কন্যা জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন গৌরহাটি অঞ্চলে।সে সময় বন জঙ্গলে ভরা ছিল এলাকা। পরবর্তি কালে গৌরহাটি অঞ্চলের বাসিন্দারা সেই পুজোর দায়িত্ব নেয়।

শোনা যায় ইংরেজ গোরা সৈনদের ছাউনী ছিল ভদ্রেশ্বর গৌরহাটি এলাকায়। এয়োস্ত্রীরা বাড়ি থেকে বের হতেন না। তাদের অন্দর মহলেই রাখা হত।তাই তৎকালীন সময়ে জগদ্ধাত্রী পুজোর আচার অনুষ্ঠান পুরুষরাই সামলাতেন। এমনকি পরিবারের মহিলার যে ভাবে বাড়ির ঠাকুরকে বরণ করতেন সেভাবেই পুরুষরা এখানে বরণ করেন। মহিলাদের মতোই শাড়ি পরে মাথায় সিঁদুর লাগিয়ে আজও তারা বরণ ডালা…