হুগলি, ১৭ নভেম্বর:- কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজার আওতাধীন এ বার চন্দননগরের মোট পূজোর সংখ্যা ১৭৭ টি। এর মধ্যে ১৩৩ টি চন্দননগর থানা এলাকার। বাকি ৪৪ টি ভদ্রেশ্বর থানা এলাকার। পুজোকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এসব কথাই জানালেন কমিটির সম্পাদক শুভজিৎ সাউ। এ বার ষষ্ঠী ও সপ্তমী একই দিনে পড়েছে।
তাই খাতায়-কলমে পুজোয় দিনের সংখ্যা কমলেও দর্শকদের কথা মাথায় রেখে একাদশীর দিন শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। তাই প্রত্যেকবারের ন্যায় এবারেও পাঁচদিনই উৎসবের আনন্দ মারতে পারবেন সাধারণ মানুষ। এ বার মোট ৬৬ টি পুজো কমিটি শোভাযাত্রায় অংশগ্রহণ করবে। আগামী ২৩ তারিখ সন্ধ্যে ছ’টা থেকে শোভাযাত্রা শুরু হবে। যারা শোভাযাত্রায় অংশগ্রহণ করবে না তারা ২৩ তারিখ সকাল থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত গঙ্গায় বিসর্জন দিতে পারবে।