এই মুহূর্তে জেলা

ইলেকট্রিকের হাইটেনশনের তার খুলে বিপত্তি সিঙ্গুরে।


হুগলি, ১৭ নভেম্বর:- সিঙ্গুরের বাসুবাটি এলাকায় হাই টেনশন ইলেকট্রিক টাওয়ার থেকে তার খুলে পড়ায় এলাকায় বিপত্তি। গ্রামের রাস্তা ও ধান খেতের উপর পড়ে আছে ইলেকট্রিক তার। নিরাপত্তার কারণে গ্রামের রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ রেখেছে বাসিন্দারা। স্থানীয়রা জানাচ্ছেন, আজ সকালে হঠাৎই একটা আওয়াজ হয়। তারপরেই হাই টেনশনের একটি বড় টাওয়ার থেকে একটা তার নিচে খুলে পড়ে যায় ধান ক্ষেত ও গ্ৰামের রাস্তার ওপর। তারপরেই ধানক্ষেতের কিছুটা অংশে আগুন লেগে যায় বলে দাবী স্থানীয়দের।

যদিও সেই সময় বৃষ্টির এসে যাওয়ায় সেই আগুন তাড়াতাড়ি নিভে যায়। নিরাপত্তার কারণে গ্রামের রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ রেখেছে মানুষ। নিরাপত্তার জন্যে স্থানীয় থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে থাকলেও লাইন মেরামতির কাজ এখনো শুরু করার কোন ছবি ধরা পড়ে নি।। WBSEDCL এর পক্ষ থেকে জানানো হয়েছে, যে লাইনটি ছিঁড়ে পড়েছে তা DVC র লাইন। হেডকোয়াটারের কন্ট্রোল রুম মারফত DVC কে খবর দেওয়া হয়েছে। এই ঘটনার জন্য WBSEDCL র চারটি ট্রান্সফরমার এর ইলেকট্রিক সংযোগ বন্ধ রাখা হয়েছে।