কলকাতা, ১৬ নভেম্বর:- আগামী বছরের জন্য ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে চলতি মাস থেকেই প্রস্তুতি শুরু করে দিচ্ছে রাজ্য সরকার। পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ২৮ নভেম্বর থেকে রাজ্যের ডেঙ্গু প্রবণ ৭ জেলা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, মালদহ ও ১৭টি পুরসভায় ওয়ার্ড ভিত্তিক আগাম পরিকল্পনা বৈঠক শুরু করতে হবে। ১৬ ডিসেম্বরের মধ্যে ডেঙ্গু মোকাবিলায় মাইক্রো-প্ল্যান তৈরি করতে হবে। তারপর সংশ্লিষ্ট পুরসভা ও জেলাশাসকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে মশা বাহিত রোগ মোকাবিলায় নয়া অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে। আগামী ৩১ জানুয়ারির চিহ্নিত ১৭টি পুরসভায় ডেঙ্গু প্রতিরোধে যাবতীয় পরিকল্পনা চূড়ান্ত করে ফেলার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর জানুয়ারি থেকে অক্টোবর—এই ১০ মাসে রাজ্যের ১২৮টি পুর এলাকায় মশাবাহিত রোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা নথিভুক্ত হয়েছে ১৭টি পুরসভা এলাকায়। ডেঙ্গু-ম্যালেরিয়া সহ মশাবাহিত রোগ প্রতিরোধে পর্যাপ্ত অর্থের জোগান দেওয়া হলেও বহু ক্ষেত্রে কাজে খামতি থেকে যাচ্ছে বলে অভিযোগ উঠছে। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট পুরসভাগুলির উপর সরাসরি নজরদারি চালানোর সিদ্ধান্ত হয়েছে।পুর ও নগরোন্নয়ন দফতরের নিযুক্ত স্পেশাল অফিসারের মাধ্যমে এই নজরদারি চলবে। একই সঙ্গে মশা দমনে টাকা খরচের সার্বিক ব্যবস্থাপনায় এই পুরসভাগুলির ভূমিকা কিছুটা খর্ব করা হচ্ছে। পুরসভা গুলির কাজকর্মের কেন্দ্রীয় ভাবে পর্যালোচনা করার পরেই তাদের টাকা বরাদ্দ করা হবে বলে জানানো হয়েছে।