এই মুহূর্তে জেলা

বন্ধ শ্রীরামপুর নিউটাউন বাস,ভোগান্তি যাত্রীদের,প্রশাসনের দিকে তাকিয়ে বাস মালিকরা।

হুগলি, ২ নভেম্বর:- গতকাল শ্রীরামপুর থেকে নিউটাউন যাবার পথে ২৮৫ নম্বর রুটের তিনটি বাস উত্তরপাড়া এবং বালি থানা এলাকা থেকে রিকভারি এজেন্সির লোকজন যাত্রী নামিয়ে তুলে নিয়ে চলে যায় বলে অভিযোগ। চালককে মারধরও করা হয়। প্রতিবাদে আজ সকাল থেকে ২৮৫ নম্বর রুটের শ্রীরামপুর নিউটাউন বাস পরিষেবার বন্ধ রাখা হয়েছে। এই রুটে ১৫ টি বাস চলে। নিত্যযাত্রীরা বাস না পেয়ে চরম সমস্যায় পরেন। গন্তব্যে পৌঁছতে ঘুরপথে নয়ত বেশি টাকা খরচ করে যেতে হচ্ছে। বাস মালিকদের সংগঠনের সম্পাদক রঞ্জন প্রামানিক বলেন, তিনটে বাস বেআইনি ভাবে ঋণ দান কারী সংস্থা তুলে নিয়ে গেছে। সেই বাস না পাওয়া পর্যন্ত বাস বন্ধ থাকবে।

আমরা প্রশাসন পুলিশের দ্বারস্থ হয়েছি। পরিবহন মন্ত্রীকে জানিয়েছি। করোনার সময় বাসের ঋণ পরিশোধে সমস্যা হয়েছিল। বাস মালিকরা অনেক কষ্ট করে ঋণ শোধ করছেন। সময়ে ইএমআই দিতে না পারা নিয়ে আদালতে মামলা চলছে এমন সময় হঠাৎ রাস্তা থেকে বাস তুলে নিয়ে চলে যায় পঁচিশ ত্রিশ জন। বাস আমডাঙায় আছে বলে জানা গেছে। উত্তরপাড়া থানার পুলিশ গতকাল সেখানে গিয়েছিল কিন্তু পার্কিং বন্ধ থাকায় বাস রিকভারি হয়নি।আজ আবার যাবার কথা।