এই মুহূর্তে কলকাতা

চলতি বছরে রেকর্ড সংখ্যক মানুষ ডেঙ্গিতে আক্রান্ত রাজ্যে।

কলকাতা, ৩১ অক্টোবর:– চলতি বছরে রাজ্যে রেকর্ড সংখ্যক মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য ভবন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ২৪শে অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ৪৭৫ জন, যা গত ৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি। এর মধ্যে দুর্গোৎসবের সময় অর্থাৎ মহালয়া থেকে দশমী পর্যন্ত এই ১১ দিনে রাজ্যে ডেঙ্গির কবলে পড়েছেন প্রায় ৯ হাজার মানুষ। ডেঙ্গিতে মৃতের সংখ্যাও সত্তরের কাছাকাছি পৌঁছে গিয়েছে। এর মধ্যে ২ জন চিকিৎসকও রয়েছেন।

স্বাস্থ্য ভবনের পরিসংখ্যান অনুযায়ী, এই বছর সরকারি হাসপাতালে রক্ত পরীক্ষায় ৪৮ হাজার ৩১১ জনের ডেঙ্গি ধরা পড়েছে। আর বেসরকারি ল্যাব ও হাসপাতালে ২৮ হাজার ১৬৪ জনের ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। গত বছর গোটা রাজ্যে ডেঙ্গিতে ৬৭ হাজার ২৭১ জন আক্রান্ত হয়েছিলেন। চলতি বছরে বর্ষা বিদায় নিলেও, ডেঙ্গি আক্রান্তের সংখ্যা না কমায় উদ্বিগ্ন চিকিৎসকরা। রাজ্য সরকারের পক্ষ থেকেও ডেঙ্গি প্রতিরোধে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ মানুষকে বার্তা দেওয়া হয়েছে।