এই মুহূর্তে জেলা

থিমের বৈচিত্র্য লক্ষী পূজাতেও।


হুগলি, ২৮ অক্টোবর:- তারকেশ্বরের নাইটা মাল পাহাড় পুর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামে হয়না দুর্গা বন্দনা, কৃষি প্রধান এলাকা হওয়ায় লক্ষী বন্দনায় মেতে ওঠেন এই এলাকার সাধরণ মানুষ। মূলত তারকেশ্বরের জগন্নাথ পুর, রানাবাঁধ, বেলবাঁধ এলাকায় দুর্গা পূজা অনুষ্ঠিত হয় না বললেই চলে। কৃষি প্রধান অঞ্চল হওয়ার কারণে বাড়ি বাড়ি লক্ষ্মীর আরোধনা যেমন মেতে ওঠেন এখানকার মানুষ অন্যদিকে এলাকায় ক্লাবগত ভাবে লক্ষী পূজার আয়োজন করা হয়ে আসছে বিগত ৪০ থেকে ৪৫ বছর ধরে।

এই এলাকায় প্রায় ১৬ টি পূজার আয়োজন করা হয় ক্লাব গত ভাবে এবং প্রতিটি পূজা মণ্ডপেই লক্ষ করা যায় থিমের বৈচিত্র্য। কোন পূজা মণ্ডপ করা হয়েছে চন্দ্রজন তিন এর আদলে কোনোটা আবার কেদার নাথের মন্দিরের আদলে কোনো ক্লাবের পূজার থিম সহজ পাঠ। সব ক্লাবের পূজা মণ্ডপ থেকেই একাধিক সামাজিক সচেতনাতার বার্তা দেওয়া হয়েছে। বিগত কয়েক বছর ধরে এই এলাকার লক্ষী পূজায় থিমের বৈচিত্র এতটাই আকর্ষণীয় হয়ে উঠছে যেকারণে শুধু হুগলি জেলা নয় পার্শ্ববর্তী জেলা হাওড়া, বর্ধমান সহ বেশ কয়েকটি জেলা থেকে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়।ছয় দিন ধরে চলে মেলা, মেলা উপলক্ষে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে হুগলি গ্রামীন পুলিশের তরফ থেকে। ইতি মধ্যেই একাধিক পূজা মণ্ডপ ঘুরে দেখেছেন জেলা পুলিশ অধিকারীকরা।