হাওড়া, ২৮ অক্টোবর:- হাওড়া বাগনানের সার্বজনীন লক্ষ্মীপুজোয় থিমের রমরমা। বাঙ্গালপুর কালীমাতা ব্যায়াম সমিতির পুজোর এবার পঞ্চম বর্ষ। এদের থিম ধনধান্য পুষ্প ভরা। মণ্ডপের চারিদিকে ফুল আর ফুল দিয়ে তৈরি হয়েছে পুরো মন্ডপ। পাশাপাশি মায়ের রূপে এখানে বৌদ্ধ মূর্তি। আর মা লক্ষ্মী ধন এবং সম্পদের দেবী তাই মায়ের চারপাশ থেকে কলস থেকে বেরোচ্ছে সম্পদ ও শস্য।
তাই এবারে এদের পুজোর থিম ধনধান্য পুষ্পে ভরা। এর পাশাপাশি হাওড়া বাগনানের বাঙ্গালপুরের নবজাগরণ ক্লাবের এবার ১৯তম বর্ষ। এদের থিমের প্রতিমা বানানো হয়েছে প্রায় ৬৫ কেজি সন্দেশ দিয়ে। তা দেখতে ভিড় করছেন গ্রামের বহু মানুষ। মন্ডপে প্রবেশদ্বারে রয়েছে আলোক মালা আর তার মাঝে রয়েছে সন্দেশের বাক্স দিয়ে মণ্ডপসজ্জা। সব মিলিয়ে বলাই যেতে পারে মিষ্টিমুখর লক্ষ্মী পুজো।