এই মুহূর্তে কলকাতা

অমৃত মহোৎসব উপলক্ষে রাজ্যপালের হাতে মাটি পূর্ণ কলস তুলে দিয়ে কর্মসূচির সূচনা।

কলকাতা, ২৭ অক্টোবর:- স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে মেরি মাটি মেরা দেশ কর্মসূচির আওতায় রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে সংগ্রহ করা মাটি শনিবার দিল্লির উদ্দ্যেশ্যে পাঠানো হবে। নতুন দিল্লির কর্তব্যপথে অমৃত বাটিকা তৈরির জন্য এই মাটি ব্যবহার করা হবে। এই উপলক্ষে শুক্রবার কলকাতা রাজভবনে রাজ্য স্তরের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং নেহেরু যুব কেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোসের হাতে মাটি পূর্ণ কলস তুলে দিয়ে কর্মসূচীর আনুষ্ঠানিক সূচনা করা হয়।

নেহেরু যুব কেন্দ্রের ৩০০ জন স্বেচ্ছাসেবক মাটি পূর্ণ ৩৫০ টি কলস নিয়ে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করবেন। রাজ্যপাল তাঁর ভাষণে যাত্রার সাফল্য কামনা করে বলেন, এই মাটি দেশের আত্ম মর্যাদার প্রতীক। নেহেরু যুব কেন্দ্রের রাজ্য অধিকর্তা রাজীব মজুমদার জানিয়েছেন, শনিবার সকালে হাওড়া থেকে একটি বিশেষ ট্রেনে স্বেচ্ছাসেবকরা দিল্লির উদ্দ্যেশ্যে রওনা হবেন। রবিবার তাঁদের দিল্লি পৌঁছানোর কথা। অনুষ্ঠানে বিএসএফ পশ্চিমবঙ্গ ফ্রন্টিয়ারের এডিজি সোনালী মিশ্র, আইজি আয়ুসমণি তিওয়ারি সহ বাহিনীর শীর্ষ আধিকারিক, নেহেরু যুব কেন্দ্রের স্বেচ্ছাসেবক সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।