এই মুহূর্তে জেলা

হুগলিতে শুরু কার্নিভালের প্রস্তুতি।

হুগলি, ২৫ অক্টোবর:- হুগলিতে শুরু হয়েছে কার্নিভালের প্রস্তুতি। ১৮ টি পুজো কমিটি এবছর কার্নিভালে অংশ নেবে। চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফে থেকে আজ কার্নিভাল রুট গাইড ম্যাপ প্রকাশ করা হয়। চুঁচুড়ায় পুলিশ লাইনসে সাংবাদিক সম্মেলন করে কার্নিভালের রুট ম্যাপ প্রকাশ করেন ডিসি হেডকোয়ার্টার ঈশানী পাল। কার্নিভালের রুট পরিদর্শন করেন উচ্চ পদস্থ পুলিশ আধিকারীকরা। ডিসি জানিয়েছেন, গত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই বছর কার্নিভাল কে আরও সুন্দর দৃষ্টি নন্দন করে তোলা হবে। এবছর মোট ১৮ টি বারোয়ারী কার্নিভালে অংশ গ্রহণ করবে। কার্নিভাল সুষ্ঠ পরিচালনার লক্ষে কমিশনারেটের ট্রাফিক বিভাগের তরফে শহরের একাধিক রাস্তায় নো-এন্ট্রি করা হয়েছে।কিছু জায়গায় রাস্তা ঘুরিয়ে দেওয়া হয়েছে।

কার্নিভালের নিরাপত্তায় নিযুক্ত থাকবে এক হাজার পুলিশ কর্মী। নিরাপত্তার দায়িত্বে থাকছেন ডেপুটি কমিশনার পদ মর্যাদার ৩ জন এবং অতিরিক্ত ডিসি মর্যাদার ২ জন আধিকারিক। এছাড়া ডিএসপি পদ মর্যাদার ১০ জন আধিকারিক, ১৯ জন ইন্সপেক্টর এবং এক শতাধিক মহিলা পুলিশ। থাকছে এ্যান্টি ক্রাইম টিম, সাদা পোশাকে পুলিশ কর্মী, এইচ আর এস এফ, ডিডি এবং এসবির টিম। গঙ্গার ঘাটে প্রস্তুত থাকছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। সিভিল ডিফেন্স থাকবে দমকল অ্যাম্বুলেন্স, নজরদারি চালানো হবে সিসি ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে। বিকাল পাঁচটায় কারবালা মোর থেকে কার্নিভালের শোভাযাত্রা শুরু হয়ে বিবেকানন্দ রোড ধরে পিপুলপাতি যাবে সেখান থেকে বকুলতলা, ময়ূরপঙ্খি ঘাট, বড় বাজার হয়ে গঙ্গার পশ্চিম পার দিয়ে অন্নপূর্ণা ঘাটে গিয়ে হবে প্রতিমা নিরঞ্জন। দুর্গা পুজোকে ইউনেস্কোর হেরিটেজ তালিকায় অন্তভূক্তিতে মুখ্যমন্ত্রীর ইচ্ছায় কলকাতার রেড রোডের মত গত বছর থেকে জেলায় জেলায় শুরু হয় কার্নিভাল।