এই মুহূর্তে কলকাতা

অবশেষে মন্ত্রী-বিধায়কদের বেতন ভাতা সংক্রান্ত দুটি বিলে স্বাক্ষর রাজ্যপালের।


কলকাতা ১৭ অক্টোবর:- অবশেষে মন্ত্রী-বিধায়কদের বেতন ভাতা সংক্রান্ত দুটি বিলে স্বাক্ষর করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অনুমোদনের পর বিল দুটি ছেড়ে দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। এমনকি রাজ্যপালের তরফে মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে জানানো হয়েছে বলেও খবর। সোমবার বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন ডাকা হয়। মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল বিধানসভায় উত্থাপন করা হয়। রাজ্যপালের স্বাক্ষর না থাকায় বিধানসভায় ‘অরাজকতার’ পরিবেশ সৃষ্টি করে বিজেপি। ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় বিজেপি বিধায়কেরা। বিলের কাগজ ছিঁড়ে স্পিকারের চেয়ার পর্যন্ত এগিয়ে যান শুভেন্দু অধিকারী।

এই বিল নিয়ে ৪ ডিসেম্বর আলোচনা হবে বলে জানান স্পিকার। তার ২৪ ঘণ্টার মধ্যেই বিলে স্বাক্ষর করে দিলেন রাজ্যপাল। উল্লেখ্য, বিধানসভার গত অধিবেশনে মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেতন ও ভাতা সংক্রান্ত আইনে সংশোধনী আনতে চাইছে রাজ্য সরকার। সোমবার আলোচনা হয়নি। এবার পরের অধিবেশনে এই বিল দুটি নিয়ে আলোচনা হতে পারে বলেই সূত্রের খবর। বিলটি আইনে পরিণত করতে গেলে, বিধানসভায় পাশ হয়ে ফের যেতে হবে রাজ্যপালের কাছে। তবে মঙ্গলবার ফাইল ছাড়া হলেও, বুধবার থেকে পুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে। তাই রাজ্যপালের অনুমোদন পেলেও পরবর্তী পদক্ষেপ স্থির হতে বেশ কিছুটা সময় লাগতে পারে বলে মনে করছে প্রশাসনিক মহল।