এই মুহূর্তে কলকাতা

মিলল না রাজ্যপালের অনুমোদন, আটকে গেল বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত সংশোধনী বিল।

কলকাতা, ১৬ অক্টোবর:- রাজ্যপালের অনুমোদন না মেলায় বিশেষ অধিবেশন ডেকেও রাজ্যের বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত সংশোধনী বিধানসভায় পাশ করানো গেলোনা। সরকার চেয়েছিল, মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির এই সংশোধনী বিল সোমবারই পাশ করিয়ে নিতে। যেহেতু এটি আর্থিক বিল, তাই তা বিধানসভায় পেশ করার আগে প্রয়োজন হয় রাজ্যপালের অনুমতির। সূত্রের খবর, অনুমোদনের জন্য দিন তিনেক আগেই এই বিল রাজভবনে পাঠানো হয়। রাজ্যপালের সঙ্গে দেখা করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু সেই বিলে সই করেননি আনন্দ বোস। তবে পূর্ব নির্ধারিত সূচি মেনেই সোমবার বেলা বারোটায় বিধানসভার অধিবেশন শুরুর পর বিল দুটি আনুষ্ঠানিক ভাবে সভায় পেশ করেন পরিষদীয় মন্ত্রী শোভন দেবে চট্টোপাধ্যায় এবং অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে বিলের ওপর আলোচনা হয়নি। যদিও অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, একজন প্রাক্তন বিধায়কের মৃত্যুর কারণে বিল পাশের প্রক্রিয়া স্থগিত রাখা হল। তিনি জানান, আগামী ৪ ডিসেম্বর এই বিলের ওপর আলোচনা হবে। পরে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, রাজ্যপালের সম্মতি মিললে ফের বিশেষ অধিবেশন ডেকে বিল পাশ করানো হবে।

বিধানসভাতে দাঁড়িয়েই মন্ত্রী-বিধায়কদের বেতন ও ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণা বাস্তবায়িত করার জন্য বিধানসভায় বিল পাশ করাতে হয় সরকারকে। পুজোর আগেই সেই সিদ্ধান্তে সিলমোহর দিতে চেয়েছিল নবান্ন। তাই তড়িঘড়ি সোমবার একদিনের জন্য বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল বিধানসভায়।এমন অবস্থায় কী করণীয়, তা ঠিক করতেই বিধানসভার বিএ কমিটি বৈঠকে বসে। বৈঠক শেষে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, রাজ্যপাল বিল সই না করায় আজ এই নিয়ে বিধানসভায় কোনও আলোচনা করা যাবে না। বিল পেশ করা হবে ঠিকই। কিন্তু প্রস্তাবিত বিল নিয়ে আলোচনা বা ভোটাভুটি হবে না। মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত সংশোধনী বিল নিয়ে আপত্তি রয়েছে বিজেপির। প্রথমে তারা জানিয়েছিল, এই বিশেষ অধিবেশনে যোগ দেবে না দলের কোনও বিধায়করা। কিন্তু পরে মত পাল্টায় পদ্ম শিবির। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, তাঁরা বিধানসভায় যাবেন। সেখানেই বিল নিয়ে আপত্তি জানাবেন। সেই মোতাবেক বিধানসভায় বিল পেশ হতেই ওয়াকআউট করে বিজেপি বিধায়করা।