এই মুহূর্তে কলকাতা

মুখ্যমন্ত্রীর দেখানো পথেই এবার সরকারি যানেও নীল সাদা রঙে রাঙানোর পরিকল্পনা পরিবহন দপ্তরের।

কলকাতা, ৯ অক্টোবর:- মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই রাজ্যের সমস্ত সরকারি বাড়িগুলোকে নীল সাদা রং দিয়ে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন মমতা ব্যানার্জি। এবার সেই ধাঁচেই শহর কলকাতার সরকারি যানবাহনগুলোকেও নীল সাদা রংয়ে সাজিয়ে তোলার পরিকল্পনা নিল রাজ্যের পরিবহন দফতর। পরিবহন দফতর সূত্রে খবর, আগামী কয়েক মাসের মধ্যে কলকাতা শহরে সরকারি সমস্ত বাস এবং ট্রামকে নীল-সাদা রং দিয়ে নতুন করে সাজিয়ে তোলা হবে। পুজোর আগেই যাতে সরকারি পরিবহণকে নতুন করে সাজিয়ে তোলা যায়, সেই লক্ষ্যে কাজ শুরু করেছে পরিবহন দফতর।

জানা গিয়েছে, প্রাথমিক ভাবে ঠিক হয়েছে ৭৭৫ টি সরকারি বাস এবং ৬৫টি ট্রামকে নীল সাদা রং দিয়ে সাজিয়ে তোলা হবে। এই কাজের খরচের জন্য অর্থ দফতরের কাছেও ফাইল পাঠানো হয়েছিল। সম্প্রতি সেই ফাইলে অনুমোদন মিলেছে বলে খবর। এরপর দ্রুত কাজ শুরুর লক্ষ্য রয়েছে বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে ৭৭৫টি বাস এবং ৬৫টি ট্রামকে নতুন করে সাজিয়ে তুলতে খরচ হবে মোট ৪ কোটি ৪০ লক্ষ টাকা।