হুগলি, ৮ অক্টোবর:- দুর্গা পুজো নিয়ে সমন্বয় বৈঠক করল চন্দননগর পুলিশ। চন্দননগর পুলিশ কমিনারেটের সাতটি থানা এলাকায় দের হাজারের বেশি দুর্গ পুজো হয়। তার মধ্যে ৬৯ টি বড় বাজেটের। আজ চুঁচুড়া রবীন্দ্র ভবনে চুঁচুড়া চন্দননগর ও ভদ্রেশ্বর থানা এলাকার পুজো কমিটি গুলোকে নিয়ে বৈঠক হয়। আগামী মঙ্গলবার শ্রীরামপুর ও উত্তরপারায় দুটি পৃথক বৈঠক হবে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য, চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি সহ জেলা প্রশাসন ও পুলিশ আধিকারীকরা। উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, বিধায়ক অরিন্দম গুঁইন, অসিত মজুমদার, চুঁচুড়া বাঁশবেড়িয়া ভদ্রেশ্বর পুরসভার প্রতিনিধি, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও চন্দননগর পুরনিগমের ডেপুটি মেয়র।
দমকল, বিদ্যুৎ দপ্তরের প্রতিনিধিরাও ছিলেন। সমন্বয় বৈঠকে দুর্গা পুজোর আবেদন অনলাইনে কি ভাবে করতে হবে, কি কি নিয়ম মেনে পুজো করতে হবে তা প্রজেক্টরের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয় পুজো কমিটির প্রতিনিধিদের। সরকারি অনুদানের সত্তর হাজার টাকার চেক তুলে দেওয়া হয় বারোয়ারী গুলোর হাতে। দুর্গা পুজোর গাইড ম্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। পাশাপাশি পুজো শেষে কার্নিভাল নিয়েও আলোচনা হয়। জেলা সদর চুঁচুড়ায় গতবার হয়েছিল কার্নিভাল। এবারও সেই রুটেই হবে। বিধায়ক অসিত মজুমদার পুজো কমিটি গুলোর উদ্দেশ্যে বলেন, পুজোয় ডিজে বাজানো থেকে বিতর থাকুন। আর চাঁদার জুলুম করবেন না। সবাইকে ভালোভাবে পুজো কাটানোর আবেদন জানান জেলা শাসক ও পুলিশ কমিশনার।