উত্তর ২৪ পরগনা, ৮ অক্টোবর:- রাজ্যের সাত পুরসভার সহ নিউ বারাকপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান তৃপ্তি মজুমদার এর বাড়িতে রবিবার সকালে CBI হানা দিল। ২০১৫ – ২০২১ সাল পর্যন্ত পুরপ্রধান এর দায়িত্ব সহ প্রশাসকের দায়িত্বে ছিলেন। পুর নিয়োগে দুর্নীতি তদন্তে অভিযোগ আসতেই ইতিমধ্যেই নিউ বারাকপুর পুরসভায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডির আধিকারিকরা গত ৭ জুন। এবার প্রাক্তন পুরপ্রধান তৃপ্তি মজুমদারের বাড়িতে রবিবার সকালে হানা দিল CBI আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ছয় সদস্যর প্রতিনিধি দলে একজন মহিলা রয়েছেন। রয়েছেন সিআরপিএফ জওয়ানরা। নিউ ব্যারাকপুর পুরসভার ৯নং ওয়ার্ডের খড়েরমাঠ বিল চত্বরে বাড়ির সামনে সিআরপিএফ ঘিরে ফেলা হয়েছে।
রয়েছেন নিউ বারাকপুরে বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গন ও এলাকাবাসী। ছয় ঘন্টা অতিক্রম সিবিআই তদন্তের দল প্রাক্তন পুরপ্রধান তৃপ্তি মজুমদার সহ তার স্বামী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুখেন মজুমদার ও তার ছেলে শুভ মজুমদার এর সাথে কথাবার্তা বলছেন। বিভিন্ন নথি খতিয়ে দেখছেন। উল্লেখ্য ২০১৪ থেকে ২০১৮ সালে অয়ন শিলের সংস্থার মাধ্যমে যে পুরসভার গুলি তে নিয়োগ হয়েছিল সেই নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ সেই মামলায় রাজ্যের ১২ জায়গায় সিবিআই অভিযান চালায়। সেখানে নিউ বারাকপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান তৃপ্তি মজুমদার ও রয়েছেন।