এই মুহূর্তে কলকাতা

বিদ্যুতের খরচ ও পরিবেশ দূষণের হার কমাতে সৌরশক্তি চালিত পাম্প ব্যবহারের উপর জোর দিচ্ছে সরকার।

কলকাতা , ১৬ সেপ্টেম্বর:- চাষের জমিতে জল সেচের জন্য বিদ্যুতের খরচ ও পরিবেশ দূষণের হার কমাতে রাজ্য সরকার সৌরশক্তি চালিত পাম্প ব্যবহারের উপর জোর দিচ্ছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বাঁকুড়া,বীরভূম ,ঝাড়গ্রাম, পুরুলিয়া ,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পশ্চিম মেদিনীপুর, বর্ধমান এবং উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়িতে এ ধরনের এক হাজার সৌরশক্তি চালিত পাম্প বসানো হয়েছে বলে জল সম্পদ উন্নয়ন দপ্তরের তরফে জানানো হয়েছে। পদ্ধতিগত কারণে উত্তরবঙ্গে এই ধরনের পাম্প বসানোর খরচ তুলনামূলক কম হওয়ায় সেখানকার জেলাগুলিতে সৌরশক্তি চালিত পাম্প ব্যবহার বৃদ্ধির জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। জলপাইগুড়ি জেলাতে এই ধরনের পাম্প ব্যবহার করে প্রায় ২ হাজার হেক্টর জমিকে সেচ সেবিত করে তোলা হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বর্ধমান জেলায় ১২ হেক্টরের বেশি এবং ঝাড়গ্রামে ৫৯১ হেক্টর জমি কে এই পদ্ধতিতে সেচের আওতায় আনা হয়েছে। সৌরশক্তিচালিত পাম্প এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে নিয়ে যাওয়া সম্ভব বলে এতে সেচের খরচ তুলনামূলকভাবে অনেক কম হয় বলে দপ্তরের তরফ এ দাবি করা হয়েছে।