এই মুহূর্তে কলকাতা

পরিবেশ বান্ধব বাজি বিক্রিতেও কড়া ব্যবস্থা নিচ্ছে নবান্ন।

কলকাতা, ৭ অক্টোবর:- রাজ্যে একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণের পর কড়া মনোভাব নিয়েছে নবান্ন। চিরাচরিত বাজি বিক্রি ছাড়াও পরিবেশ বান্ধব বাজি বিক্রিতেও কড়া ব্যবস্থা নিচ্ছে নবান্ন। অনুমতির আগে বাজি বিক্রির নির্দেশিকা মানা হচ্ছে কিনা তার ওপরও নজরদারি রয়েছে। ফলে স্থায়ী ও অস্থায়ী পরিবেশবান্ধব বাজির দোকান তৈরির লাইসেন্স দেওয়ার আগে চলছে কঠোর পরীক্ষা। এইরকম দোকান তৈরির লাইসেন্স চেয়ে ১৩৭২টি আবেদন জমা পড়েছে।

বৃহস্পতিবার থেকে নবান্নের খোলা পোর্টালে এই লাইসেন্স দেওয়া শুরু হয়েছে। শুক্রবার পর্যন্ত প্রায় ৮৮৪টি লাইসেন্স দেওয়া হয়ে গিয়েছে বলে বাজি ব্যবসায়ী সংগঠন সূত্রের খবর। আরও ১২০০ আবেদন এখনও বাকি। যার মধ্যে ৯২টি আবেদন বাতিল করে দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। পুরোনো লাইসেন্স পুনর্নবীকরণের জন্য আবেদন করেও লাইসেন্স বাতিল পড়েছে ৮টি দোকানের। প্রতিটি আবেদনে জয়েন্ট ইন্সপেকশন করে স্থায়ী ও অস্থায়ী লাইসেন্স দিতে বলা হয়েছে। ৭১২টি আবেদন জয়েন্ট ইন্সপেকশনে পাঠানো হয়েছে। ১১৬টি আবেদন তথ্য অসম্পূর্ণ থাকার জন্য ফেরত পাঠানো হয়েছে।