এই মুহূর্তে জেলা

গঙ্গাদুষণ ও ডেঙ্গু রুখতে ঘাটপে হাট কর্মসূচি বৈদ্যবাটি পুরসভার।


হুগলি, ২৮ সেপ্টেম্বর:- ইতিমধ্যেই দুদিন আগে নবান্নের বৈঠকে পৌরসভার ১২ নম্বর এবং ১৬ নম্বর ওয়ার্ডকে ডেঙ্গু হাই বার্ডেন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। বৈদ্যবাটি পুরসভার গঙ্গার পাশের ওয়াডগুলোকে এ নিয়ে সচেতন করতে ‘ঘাটপে হাট’ কর্মসূচি নেওয়া হলো। ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা প্রকল্পের অধীনে হুগলী জেলা গঙ্গা পরিষদের উদ্যোগে বৈদ্যবাটি পুরসভার সহযোগিতায় ৫ দিন ব্যাপী বৈদ্যবাটি ১২ নম্বর ওয়ার্ডে নিমাইতীর্থ ঘাটে এই হাট চলবে।

হাটে থাকছে ফিভার ক্যাম্প বিভিন্ন সনির্ভর গোষ্ঠীর হাতে তৈরি বিভিন্ন সরঞ্জাম থেকে শুরু করে একাধিক জিনিস। বৃহস্পতিবার সকালে চাপদানীর বিধায়ক অরিন্দম গুঁইন ফিতে কেটে হাটের সূচনা করেন এবং বৈদ্যবাটি পুরসভার তৈরি জৈব সার কেনেন সেখান থেকে। সেখানে উপস্থিত ছিলেন পুরপ্রধান পিন্টু মাহাতো এবং একাধিক কাউন্সিলর।