এই মুহূর্তে জেলা

টোটোর সঙ্গে ধাক্কায় আঙুল বাদ গেলো চুঁচুড়ার গৃহবধুর!


হুগলি, ২৭ সেপ্টেম্বর:- চুঁচুড়া পুরসভার নয় নম্বর ওয়ার্ডের মহেশতলার গৃহবধূ দীপিকা দাসের শ্বশুর বাড়ি। চুঁচুড়া রথতলায় তার বাপের বাড়ী। বাবা একা থাকেন। দুবেলা স্কুটি চালিয়ে নিজেই বাবার খাবার পৌঁছে দিয়ে আসেন। ছেলেকেও স্কুলে পড়তে নিয়ে যান। গতকাল রাতে রথতলায় নাটকের রিহার্সাল দিতে যাওয়ার সময় একটি টোটোর সঙ্গে ধাক্কা লাগে তার স্কুটির। চুঁচুড়া হাসপাতালে নিয়ে গেলে ডান হাতের কড়ি আঙুল কেটে বাদ দিতে হয়। জানা গেছে রাস্তা খারাপ থাকায় টোটো গর্ত বাঁচাতে ডানদিকে চাপে। বাঁদিক দিয়ে গেলেও ভাঙা রাস্তার কারণে টোটো তার দিকে চলে আসে। ধাক্কা লেগে আঙুল কেটে ঝুলতে থাকে। স্থানীয়রা এসে তাকে ইমামবাড়া হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক আঙ্গুল কেটে বাদ দেন। দীপিকা বলেন, আমি নিজের দিক দিয়েই যাচ্ছিলাম হঠাৎ টোটো আমার দিকে এসে গেলো। ধাক্কা লাগতেই আঙুলে চোট লাগে বুঝতে পারি কিন্তু আঙুলের অবস্থা খারাপ বুঝতে পারিনি।

এর আগেও একবার ছেলেকে নিয়ে যাচ্ছিলাম টোটোর ধাক্কায় ছিটকে পরেছিলাম। বধুর স্বামী সুদীপ দাস বলেন, মানুষের পথে বেরোনো বন্ধ হয়ে যাবে। রাস্তার বেহাল দশা, সঙ্গে টোটোর দাপাদাপি। অতিরিক্ত সংখ্যায় টোটো আর যারা চালাচ্ছে কোনো আইন মানছে না। দূর্ঘটনা মাঝে মধ্যে হচ্ছে।এখনই প্রশাসনের বিষয়টা নজর দেওয়া উচিৎ। আজ এই ঘটনা আমার পরিবারের সঙ্গে হয়েছে কাল যেকোনো লোকের সঙ্গে হতে পারে। ঘটনায় যদিও কোনো অভিযোগ দায়ের করেননি দীপিকা দাস বা তার স্বামী। প্রসঙ্গত, হুগলি চুঁচুড়া শহরে আমরুত প্রকল্পের কাজ চলায় রাস্তা ঘাটের অবস্থা খুবই খারাপ হয়ে আছে। বর্ষাতেও অনেক জায়গায় রাস্তা খারাপ হয়ে আছে। তার মধ্যে লাগামহীন হাজার হাজার টোটো।