কলকাতা, ২৬ সেপ্টেম্বর:- শহরের পাশাপাশি এবার গ্রামাঞ্চলেও ডেঙ্গুর প্রকোপে চিন্তায় পড়েছে প্রশাসন। ডেঙ্গু নিয়ন্ত্রণে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নিয়েছে বিভিন্ন পুরসভা। কোমর বেঁধে মাঠে নামছে পঞ্চায়েত গুলিও। মঙ্গলবার রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতির মোকাবিলা নিয়ে আলোচনা হয়। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, কৃষিজ বিপণন এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না।
পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, ডেঙ্গু রুখতে ঔষধি মশারি বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন গ্রামাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় আগেই মশা বাহিত রোগ নিয়ে কাজ করা কর্মীদের মাঠে নামার বার্তা দেওয়া হয়েছিল। এখন পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষিতে তাদের নতুন করেএকাধিক নির্দেশিকা দেয়া হয়েছে।