কলকাতা, ১৭ সেপ্টেম্বর:- ছ মাস আগে থেকেই আগামী বছরের রাজ্য বাজেট তৈরির প্রস্তুতি শুরু করে দিল অর্থ দফতর। সব দফতরের বাজেট প্রস্তাব আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আইএফএমএস পোর্টালে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে অর্থ দফতর। চলতি অর্থবর্ষের সংশোধিত বাজেট প্রস্তাব এবং ২০২৪-২৫ সালের নতুন বাজেট প্রস্তাব পৃথকভাবে পেশ করতে হবে। কীভাবে পেশ করতে হবে তার নিয়ম নির্দিষ্ট করে দিয়েছে অর্থ দফতর। প্রস্তাব পেশের জন্য সরকারের ঘোষিত আর্থিক নিয়মগুলি মেনে চলতে বলা হয়েছে। বাজেট পেশ হয় সাধারণভাবে ফেব্রুয়ারিতে। তবে পরবর্তী বাজেট ঠিক কখন পেশ হবে, তা আসন্ন লোকসভা নির্বাচনের সময়সূচির উপর অনেকাংশে নির্ভর করছে।লোকসভা নির্বাচনের কারণে চলতি অর্থবছরের সংশোধিত বাজেট প্রস্তাব এবং ২০২৪-২৫ সালের নতুন বাজেট পৃথক ভাবে পেশ করতে হবে। এই কারণে বাজেট অধিবেশনের ছয়মাস বাকি থাকতেই সেই প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে।
নবান্ন সূত্রে খবর, আগামী বছর মার্চ মাস থেকে দেশের লোকসভা নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে, চলবে মে মাস পর্যন্ত। নবান্ন চাইছে, নতুন বছরের ফেব্রুয়ারি মাসেই বাজেট অধিবেশনের আয়োজন করতে। তাই এ বার অনেক আগে থেকেই প্রস্তুতির কাজ শুরু করে দেওয়া হয়েছে। অর্থ দফতর থেকে এমন নির্দেশ পাওয়ার পরেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে সব দফতরে। মন্ত্রী এবং দফতরের প্রধান সচিবেরা নির্দেশ দিয়েছেন দ্রুততার সঙ্গে প্রস্তাব তৈরি করতে। নবান্নের একাংশ মনে করছে, ২৬ তারিখের অনেক আগেই দফতরগুলির প্রস্তাব জমা পড়ে যাবে। কারণ রাজ্যের অর্থ প্রতিমন্ত্রীর দায়িত্ব চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে থাকলেও, দফতরের পূর্ণাঙ্গ দায়িত্ব রয়েছে মুখ্যমন্ত্রীর হাতেই। সে ক্ষেত্রে স্পেন সফর থেকে ফিরে বাজেট অধিবেশন সংক্রান্ত প্রস্তুতি নিয়ে খোঁজ খবর নিতে পারেন তিনি। তাই তিনি দেশে ফেরার আগেই সব দফতরের মন্ত্রী এবং আধিকারিকেরা তাঁদের প্রস্তাব জমা দিতে চাইবেন বলেই মনে করা হচ্ছে।