এই মুহূর্তে জেলা

একের পর এক দুর্ঘটনা, তবুও চিনা মাঞ্জার রমরমা হুগলি জেলা জুড়ে।

হুগলি, ১৭ সেপ্টেম্বর:- বিশ্বকর্মা পূজার আগে উত্তরপাড়া শহর জুড়ে অবাদে বিক্রি হচ্ছে নিষিদ্ধ চিনা মাঞ্জা! উত্তরপাড়া থানা হিন্দমোটরে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করলো বিপুল পরিমাণে চিনা মাঞ্জা,আটক ২। উত্তরপাড়া থানা অভিযান চালিয়ে উদ্ধার বিপুল পরিমাণে নিষিদ্ধ চিনা মাঞ্জা বা নাইলন সুতো। বিশ্বকর্মা পুজোর আগেই হিন্দমোটর এলাকায় রমরমিয়ে চলছিল চিনা মাঞ্জা বিক্রি। ক্যামেরায় সেই ধরা পড়ার পর ঘটনাস্থলে আসে উত্তরপাড়া থানার পুলিশ এবং দুটি দোকানে অভিযান চালিয়ে ব্যাপক পরিমাণে নিষিদ্ধ চিনা মাঞ্জা উদ্ধার করে এবং দুজন বিক্রেতাকে আটক করে থানায় নিয়ে যায়। বিশ্বকর্মা পুজো মানেই আকাশে ঘুড়ির ঝাঁক।আর এই ঘুড়ি ওড়াতে চীনা মাঞ্জা বা নাইলন সুতো ব্যবহার মরন ফাঁদে পরিনত হয়। বিশেষ করে কাটা ঘুড়ির সুতোয় বাইক আরোহীরা দূর্ঘটনার কবলে পড়েন। ঘুড়ির সুতোয় বিগত দিনে দুর্ঘটনা ঘটেছে একাধিক।

এরপর চীনা সুতো কেনা বেচায় নিষেধ করা হয়। কয়েকদিন আগে শ্রীরামপুর রেল ওভারব্রিজে কোন্নগরের বাসিন্দা এক বাইক আরোহী বাইক চালিয়ে যাওয়ার সময় তার নাক কেটে যায় এই সুতো আটকে। তারপরেও হুস ফেরেনি আমজনতার।বিশ্বকর্মা পুজোর আগের দিন উত্তরপাড়া হিন্দমোটর অঞ্চলে বিশ্বকর্মা পুজোর আগের দিন দেদার বিক্রি হচ্ছে চীনা নাইলন সুতো। ক্রেতাদের ভিড় ঘুড়ির দোকানে।চীনা সুতো যেসব দোকানে বিক্রি হচ্ছিল সেখানে অভিযান চালায় উত্তরপাড়া থানার পুলিশ। আটক করে বহু ঘুড়ির সুতো। কয়েকজন ক্রেতা জানান এই সুতো দুর্ঘটনা হয় তা জেনেও বিক্রি হচ্ছে দোকানে। ছোটদের চাহিদা এই চীনা সুতো। যা স্টক ছিল তাই বিক্রি করা হয়েছে দাবি হিন্দমোটরের এক বিক্রেতার। চন্দননগর পুলিশের এক কর্তা জানান নাইলন সুতো বিক্রি আটকাতে অভিযান চলবে। সাধারণ মানুষের দাবী প্রশাসনের উচিত আরও আগে অভিযান চালিয়ে এইসব নিষিদ্ধ চিনা মাঞ্জা বাজেয়াপ্ত করা এবং দোষীদের শাস্তি দেওয়া।