এই মুহূর্তে জেলা

দুর্ঘটনাগ্রস্থ মানুষকে হাসপাতালে পৌঁছাতে হুগলি গ্রামীণ পুলিশকে অ্যাম্বুলেন্স প্রদান ইন্ডিয়ান অয়েলের।

হুগলি, ২২ ফেব্রুয়ারি:- দুর্ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত ব্যাক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছনোর জন্য ইন্ডিয়ান অয়েল করপোরেশন এর পক্ষ থেকে এম্বুলেন্স প্রদান করা হল হুগলি গ্রামীন পুলিশ কে। এদিন কামারকুন্ডুতে হুগলি রুরাল পুলিশ অফিসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ইন্ডিয়ান অয়েল করপোরেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর এস. কে. কানজিয়া এম্বুলেন্স এর চাবি তুলে দেন হুগলি গ্রামীন পুলিশ সুপার আমনদীপ এর হাতে।

এম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান অয়েল করপোরেশনের হলদিয়ার জেনারেল ম্যানেজার দেবদত্ত বিশ্বাস সহ অন্যান্য কর্তৃপক্ষ ও জেলা পুলিশ আধিকারিকরা। পরে হুগলি গ্রামীন পুলিশ সুপার আমনদীপ বলেন, এই এম্বুলেন্সটিকে আরামবাগ মহকুমায় আয়তায় রাখা হবে। যেহেতু আরামবাগ মহকুমায় বিভিন্ন থানা দুর্ঘটনাপ্রবন এলাকা। তাই কোনো দুর্ঘটনা ঘটার সাথে সাথে এই এম্বুলেন্স দ্রুত উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হবে সম্পূর্ণ নিখরচায়।