এই মুহূর্তে কলকাতা

ডাক্তারির আসন সংখ্যা বাড়ছে আগামী শিক্ষাবর্ষে।

কলকাতা, ১৫ সেপ্টেম্বর:- আগামী শিক্ষাবর্ষে রাজ্যে ডাক্তারির আসন সংখ্যা বাড়ছে। জাতীয় মেডিকেল কমিশন এরাজ্যের মেডিক্যাল কলেজ গুলির জন্য ডাক্তারি স্নাতক স্তরে ২২৫০ টি এবং স্নাতকোত্তরে ১৪৭ টি নতুন আসন অনুমোদন করেছে। রাজ্যের ১৭ টি মেডিকেল কলেজের ছাত্র ভর্তির অনুমোদন দিয়েছে মেডিকেল কমিশন। রাজ্যের ছটি হাসপাতালকে সম্প্রতি মেডিকেল কলেজ হিসেবে অনুমোদন দিয়েছে কমিশন। সেখানে আগামী শিক্ষাবর্ষ থেকে ডাক্তারি স্নাতক স্তরে ১০০ জন করে ছাত্র ভর্তি করা যাবে।

এই নতুন কলেজ গুলি হল বারাসাত, উলুবেড়িয়া, আরামবাগ, তমলুক ঝাড়গ্রাম এবং জলপাইগুড়ি। রাজ্যে ২টি মেডিক্যাল কলেজ তৈরির অনুমোদন দিয়েছে মেডিক্যাল কাউন্সিল। এর একটি চাকদা অন্যটি সল্টলেকে। দু’টি কলেজের প্রতিটিতেই শূন্য আসন রয়েছে ১৫০টি করে। অর্থাৎ মোট আসন সংখ্যা ৩০০। এর ফলে রাজ্যে এমবিবিএস-এর মোট আসন সংখ্যা বেড়ে হল ৫,১২৫।