কলকাতা, ১১ সেপ্টেম্বর:- এবার গাছ কাটার অভিযোগ খতিয়ে দেখতে ঘটনাস্থলে নিজেই পৌঁছে গেলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কলকাতা পুরসভার নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত গুরুসদয় রোডের একটি অবসানের সামনে গাছ কাটা হচ্ছে বলে অভিযোগ পান রাজ্যপাল। আর সাতসকালে রাস্তায় নেমে পড়েন তিনি। পৌঁছে যান সেই জায়গায়, কথা বলেন অবসানের লোকজনের সঙ্গে। রাজ্যপাল জানান যে কিছু অসাধু ব্যাক্তিরা গাছ কেটেছে বলে জানান তিনি। তবে একটা গাছ কাটলে ও আমরা সেখানে 100 টি গাছ লাগিয়ে দেব বলে আশ্বাস দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি জানান যে মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম এই বিষয়ে তদন্ত করার আশ্বাস দিয়েছেন। তবে আজকে রাজ্যপালের সুর ছিল একটু নরম। তিনি বলেন সাফল্য আসবে যখন আমরা একসঙ্গে কাজ করব।
আমরা একসঙ্গে কাজ করলে উন্নতি হবে। সাধারণ মানুষের ইচ্ছা অনুযায়ী কাজ করলে সাফল্য অর্জন করা যায় বলে জানালেন তিনি। এদিন তিনি স্থানীয় বাসিন্দা দের সঙ্গে অনেকক্ষন কথা বলেন। তাদের অভাব অভিযোগ শুনেন তিনি। স্থানীয় বাসী জানান যে গাছ কাটার অভিযোগ তারা কলকাতা পৌর সংস্থার উদ্যান বিভাগের ডি জি কে জানিয়ে ছিলেন। কিন্তু তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে জানান তিনি। তবে তিনি জানান যে বন দফতরের লোকজন এসে গাছ কাটা বন্ধ করে দিয়েছিলেন বলে জানান একজন স্থানীয় বাসিন্দা। এদিন রাজ্যপাল সেখানকার বাসিন্দাদের আশ্বাস দেন যে আরো গাছ লাগানো হবে। পাশাপশি তিনি তাদের আরো সমস্যার কথা ও শুনেন তিনি।