কলকাতা, ১১ সেপ্টেম্বর:- রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে এগারো দিনের বিদেশ সফরে রওনা হলেন মুখ্যমন্ত্রী। বিমান বিলম্বিত হওয়ার কারণে নির্ধারিত সময়ের কিছুটা পরে সকাল ৯টা নাগাদ তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছন। সেখানে বিশ্ব বাংলা স্টোর ঘুরে দেখেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মানুষকে ভালো ও সুস্থ থাকার বার্তা দেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্পেনের ম্যানুফ্যাকচারিং ও অন্যান্য শিল্প জগতের আমন্ত্রণেই তিনি স্পেনে যাচ্ছেন।
তাঁরা রাজ্যের শিল্প সম্মেলনে প্রত্যেকবার আসেন, কিন্তু এপর্যন্ত রাজ্যের তরফে সেখানে কোনও প্রতিনিধি পাঠানো হয়নি। সেই কারণেই স্পেনকে বেছে নেওয়া হয়েছে। এছাড়াও দুবাইয়ের একটি সম্মেলনে যোগ দেবেন তিনি। বার্সেলোনায় লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় ও শহরের বড় ক্লাবকর্তাদের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সফর শেষে বড় চমকও থাকতে পারে বলে মন্তব্য করেন।