এই মুহূর্তে কলকাতা

পূর্ব ঘোষণা মতই রাজ্য মন্ত্রিসভার রদবদল করলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ১১ সেপ্টেম্বর:- পূর্ব ঘোষণা মত রাজ্য মন্ত্রিসভায় ছোটখাটো রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এই রদবদলে মন্ত্রিসভায় নতুন কোনো মুখ অন্তর্ভুক্ত করা হয়নি। কাউকে সরানোও হয়নি। শুধুমাত্র কয়েকজন মন্ত্রীর দফতর অদলবদল করা হয়েছে। তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন কে পর্যটন দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিককে বন দফতরের পাশাপাশি শিল্প পুনর্গঠন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে এতদিন পর্যটন দপ্তরের দায়িত্বে থাকা বাবুল সুপ্রিয় কে তথ্যপ্রযুক্তি এবং বৈদ্যুতিন দপ্তরের পাশাপাশি অচিরাচরিত শক্তি দফতরের দায়িত্ব দেওয়ার কথা জানিয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অন্যদিকে পঞ্চায়েত দফতর দায়িত্বে থাকা প্রদীপ মজুমদারকে সমবায় দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সমবায় দফতরের দায়িত্বে থাকা অরূপ রায় কে সেই দপ্তর থেকে সরিয়ে দিয়ে খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী গোলাম রাব্বানীকে পরিবেশ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যপাল সি ভি আনন্দ বোস রবিবার রাতে এই সংক্রান্ত ফাইলে সই করেছেন বলে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন।