হাওড়া, ৮ সেপ্টেম্বর:- অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, ১০০ দিনের কর্মীদের মজুরি বৃদ্ধি, মৃত কর্মীর সন্তানদের স্থায়ী চাকরির ব্যবস্থা, গ্রাচ্যুইটি এবং পেনশনারদের বকেয়া টাকা এবং ন্যায্য অধিকার ফিরিয়ে দেবার দাবিতে শুক্রবার দুপুরে হাওড়া পৌরনিগমের গেটের সামনে বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ। এদের দাবি, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করতে হবে। ১০০ দিনের কর্মীদের মজুরী বৃদ্ধি করতে হবে।
মৃত কর্মীর সন্তানদের স্থায়ী চাকরির ব্যবস্থা করতে হবে। গ্র্যাচ্যুইটি আর পেনশন ধারকদের বকেয়া টাকা এবং অধিকার দিতে হবে। এদের অভিযোগ, কাজ করার মতো কোনও জিনিস চাইলে যেমন হাতগাড়ি, বেলচা, ঝাঁটা, হ্যান্ড গ্লাভস ইত্যাদি তা সঠিকভাবে পাওয়া যায়না। এদিন বিক্ষোভকারীরা পুরসভায় কমিশনারের কাছে ডেপুটেশন দেয়। তাদের হুমকি আগামী এক মাসের মধ্যে সমস্যার সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনের পাশাপাশি লাগাতার কর্মবিরতির পথে যাবে।