এই মুহূর্তে কলকাতা

জাতীয় ও রাজ্য সড়ক সহ গুরুত্বপূর্ণ রাস্তায় অটো টোটো নিষিদ্ধ।

কলকাতা, ৬ সেপ্টেম্বর:- পথদুর্ঘটনায় রাশ টানতে জাতীয়, রাজ‌্য সড়ক-সহ গুরুত্বপূর্ণ রাস্তায় অটো, টোটো চলাচল নিষিদ্ধ করল রাজ‌্য সরকার। মঙ্গলবার পরিবহণ দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে সেকথা জানানো হয়েছে। প্রতে‌্যক জেলাশাসক ও পুরসভাগুলিতে চিঠি পাঠিয়ে নয়া নির্দেশিকা কার্যকর করতে বলা হয়েছে। কড়া নজর রাখতে বলা হয়েছে পুলিশকেও। উল্লেখ্য, জাতীয় ও রাজ‌্য সড়কে অটো-টোটো চলাচলের উপর নিষেধাজ্ঞা ছিল আগেই।

সেই নিয়ম ভাঙা হচ্ছে বলে প্রশাসনের নজরে এসেছে। যার জেরে বাড়ছে দুর্ঘটনাও। তৈরি হচ্ছে যানজট। শুধু তাই নয়,পণ্যবাহী গাড়ির গতিও শ্লথ হচ্ছে। তাই এবার জাতীয় ও রাজ‌্য সড়কে টোটো, অটো বা ই-রিক্সা চলাচলে নিষেধাজ্ঞা জারি করল পরিবহণ দফতর।স্থানীয় পুরসভা, পঞ্চায়েতগুলিকে বৈঠক করে টোটো-অটোর রুট ঠিক করার নির্দেশ দিয়েছে প্রশাসন। নির্দিষ্ট রুটের বাইরে যাতে অটো-টোটো চলাচল না করে, তা পুলিশ কে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।