এই মুহূর্তে জেলা

ডেঙ্গি আক্রান্তের মৃত্যু চন্দননগরে।

হুগলি, ৫ সেপ্টেম্বর:- ডেঙ্গি আক্রান্তের মৃত্যু চন্দননগরে চন্দননগরের কলুপুকুর ধর্মরাজ তলার বাসিন্দা বছর তেইশের অভিষেক হরিজন জ্বর নিয়ে গত সপ্তাহে চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি হয়। এরপরেই হাসপাতাল থেকে তার রক্ত পরীক্ষা করানো হয়। সেখানেই ডেঙ্গু পজেটিভ ধরা পড়ে অভিষেকের। চন্দনগর হাসপাতালেই তার চিকিৎসা চলছিল। গতকাল সকাল থেকেই অভিষেকের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে বিকেলের পর হাসপাতালে মৃত্যু হয় অভিষেকের।

অভিষেকের বাবা রাজেশ হরিজন জানান তার ছেলে দিল্লি রোডে ধারে এটি কারখানায় কাজ করতো। সেখান থেকেই জ্বর নিয়ে বাড়ি ফিরেছিল গত সপ্তাহে। চন্দনগর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ছেলের ডেঙ্গু হয়েছিল হাসপাতাল থেকে জানানো হয়েছিল। তবে কিভাবে এসব ঘটে গেল কিছু বুঝে উঠতে পারছিনা। হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর রামা ভূঁইয়া তিনি স্বীকার করে নেন অভিষেক হরিজন এর ডেঙ্গু পজেটিভ ছিল। এখনো পর্যন্ত ডেঙ্গুতেই তার মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও রাজেশের আর অন্য কোন শারীরিক অসুখ ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।