এই মুহূর্তে জেলা

জলমগ্ন এলাকা, জলের মধ্যে দিয়েই স্কুলের পথে খুদে পড়ুয়ারা।

হুগলি, ৪ সেপ্টেম্বর:- দীর্ঘদিন ধরেই চুঁচুড়ার লেলিন পল্লী ও সুভাষ নগর এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। এই দুই এলাকাতেই রয়েছে ৫৪ ও ৫৫ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র।দুটি অঙ্গনাওয়াড়ি কেন্দ্রের সামনেই এখন জল জমে রয়েছে।বাধ্য হয়েই ছোট ছোট স্কুল পড়ুয়াদের সেই জলের মধ্যে দিয়েই যাতায়াত করতে হচ্ছে। এলাকার সমস্ত নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে।

কোনভাবেই জল নামছে না এলাকা থেকে। ডেঙ্গুর আতঙ্কে ভুগছে এলাকাবাসী। পঞ্চায়েতে জানিও মেলেনি সুরাহা। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে ঘূর্ণাবর্তের জেরে হুগলি জেলা জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এখন এতেই ঘুম ছুটেছে ওই দুই এলাকার মানুষদের।