এই মুহূর্তে জেলা

খেলতে যাবার পথে গুরাপে সড়ক দুর্ঘটনার কবলে সার্দান সমিতির কোচ ও কর্তার গাড়ি।

হুগলি, ৩০ আগস্ট:- কলকাতা প্রিমিয়ার লিগে সাদার্ন সমিতি ও পাঠচক্রের ম্যাচ দুর্গাপুরে। দুর্গাপুরে যাওয়ার সময়েই দুর্ঘটনার কবলে পড়েন সাদার্ন সমিতির কর্তা ও কোচ। গুড়াপের কাছে তাঁদের গাড়ি দুর্ঘটনা হয়। উল্টে যায় সাদার্ন কর্তা ও কোচের গাড়ি। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বর্ধমানে। গুরুতর চোট পান সাদার্ন সমিতির ভাইস প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়। কলকাতা প্রিমিয়ার লিগের ম্যাচ দুর্গাপুরে, যাওয়ার পথে দুর্ঘটনার কবলে সাদার্ন কর্তা ও কোচের গাড়ি। কলকাতা প্রিমিয়ার লিগে সাদার্ন সমিতি ও পাঠচক্রের ম্যাচ দুর্গাপুরে। দুর্গাপুরে যাওয়ার সময়েই দুর্ঘটনার কবলে পড়েন সাদার্ন সমিতির কর্তা ও কোচ। গুড়াপের কাছে তাঁদের গাড়ি দুর্ঘটনা হয়। উল্টে যায় সাদার্ন কর্তা ও কোচের গাড়ি। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বর্ধমানে। গুরুতর চোট পান সাদার্ন সমিতির ভাইস প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়। গাড়ির চালকের পাশেই বসেছিলেন সাদার্নের ভাইস প্রেসিডেন্ট। পিছনে বসেছিলেন সাদার্ন সচিব সৌরভ পাল এবং কোচ রঞ্জন ভট্টাচার্য। দুর্ঘটনার অভিঘাতে সংজ্ঞা হারান ক্লাবের ভাইস প্রেসিডেন্ট।

রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চোটগ্রস্ত হন সৌরভ পাল ও রঞ্জন ভট্টাচার্যও। গাড়ি থেকে কোনওরকমে বের করা হয় প্রণববাবুকে। অ্যাম্বুল্যান্সে করে তাঁদের নিয়ে যাওয়া হয় বর্ধমানের হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে প্রণববাবুর। সাদার্ন সমিতির সচিব সৌরভ পাল সংবাদ প্রতিদিন ডিজিটাল-কে বলেন, ”গুড়াপের কাছে আমাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। আমাদের ক্লাবের ভাইস প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়ের চিকিৎসা চলছে। আমারও চোট লেগেছিল। আমাকে নিয়ে এই মুহূর্তে চিন্তার বিশেষ কিছু নেই।” সাদার্নের কোচ রঞ্জন ভট্টাচার্য বলেন, ”বড় অঘটন ঘটতেই পারত। আমি, সৌরভদা (পাল) ও আমাদের ক্লাবের ভাইস প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায় দুর্গাপুর যাচ্ছিলাম। টিম পৌঁছে গিয়েছিল আগেই। দুর্ঘটনায় আমি আর সৌরভদা চোট পেয়েছি। কিন্তু প্রণববাবুর চোট গুরুতর। তাঁকে টেনে হিঁচড়ে বের করতে হয় গাড়ি থেকে। রক্তাক্ত হন প্রণববাবু। আচমকা এমন কাণ্ডে হতভম্ব হয়ে গিয়েছিলাম। প্রণববাবু সংজ্ঞা হারান। এখনও অবশ্য তাঁর অবস্থা স্থিতিশীল।” সাদার্ন সচিব সৌরভ পাল, রঞ্জন ভট্টাচার্যদের পক্ষে আর দুর্গাপুরে যাওয়া সম্ভব নয়। কলকাতা প্রিমিয়ার লিগ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেই কারণে ম্যাচ দেওয়া হয়েছে দুর্গাপুরে। গতকালই সাদার্ন সমিতির দল পৌঁছে গিয়েছিল দুর্গাপুরে। ক্লাব কর্তা ও কোচ এদিন যাচ্ছিলেন দুর্গাপুরে। যাওয়ার সময়েই দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা।