নদীয়া, ২৯ আগস্ট:- রানাঘাট চাবি গেটের কাছে ভরদুপুরে দুঃসাহসিক এক ডাকাতির ঘটনা ঘটল। এদিন রানাঘাট জি এন পি সি রোডের মিশন গেটের কাছে এই ডাকাতির ঘটনা ঘটে। রানাঘাট সেনকো গোল্ড নামে ওই সোনার শোরুমে ৭ জনের এক সসস্ত্র ডাকাত দল আগ্নেয়াস্ত্র নিয়ে ওই শোরুমে প্রথমে ওই শোরুমের নিরাপত্তা কর্মীকে পিস্তল দেখিয়ে ভেতরে প্রবেশ করে। ওই সোনার শোরুমে বেশির ভাগ ছিল মহিলা কর্মী তাদের ভয় দেখিয়ে দোকানের প্রায় সব অলংকার নিয়ে পালিয়ে যায়। যাবার সময় রানাঘাট থানার পুলিশ তাদের সাথে গুলি বিনিময় হয়। পুলিশের গুলিতে ২ জন রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি। এছাড়া আরো দুইজনকে পুলিশ গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে নগদ ৩ লক্ষ ৭০ হাজার টাকা।
প্রায় ১ কোটি টাকার অলংকার, মোবাইল ফোন, ভুয়ো আই কার্ড, গাড়ির নাম্বার প্লেট, ৪ টি পিস্তলও অন্যন্য যন্ত্রাংশ। এছাড়া দুটি মোটর বাইক বাজেয়াপ্ত করে রানাঘাট থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতরা সকলে বিহারের বাসিন্দা। এই ভয়াভয় ডাকাতির ঘটনায় পুলিশ তৎপরতার সাথে মোকাবিলা করে ৪ জনকে গ্রেপ্তার এবং ওই সোনার শোরুমের বেশির ভাগ অলংকার উদ্ধার করতে সক্ষম হয়েছে। পুলিশের এই বড়সড় সাফল্যে রানাঘাট পুলিশ জেলার অফিসারদের ধন্যবাদ জানিয়েছেন সকলে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন রানাঘাট পুলিশ জেলার সুপার ড. কে কান্নার, আসেন নদিয়া মুর্শিদাবাদ রেঞ্জের ডি আই জি। এদিন সন্ধ্যায় রানাঘাট থানায় এক সাংবাদিক বৈঠক করেন মুর্শিদাবাদ রেঞ্জের ডি আই জি।এদিকে এই ঘটনার পাশাপাশি পুরুলিয়াতে সেনকো গোল্ডের শাখা অফিসে ডাকাতির ঘটনা ঘটে।