কলকাতা, ২৮ আগস্ট:- দত্তপুকুরের ভয়াবহ বিস্ফোরণের নেপথ্যে আরডিএক্সের ব্যবহার করা হয়েছে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করেছেন। আজ বিধানসভা অধিবেশন শুরুতেই দত্তপুকুর কান্ড নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে বিক্ষোভ দেখা ও পরে ওয়াক আউট করেন বিজেপির বিধায়কেরা। পরে শুভেন্দু অধিকারী বলেন, দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে তৃণমূল কংগ্রেসের যোগ স্পষ্ট।
তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হতে পারে। সেকারণেই এনআইএ ও সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, আরডিএক্সের মতো শক্তিশালী বিস্ফোরক দত্তপুকুরেরওই কারখানায় ছিল। তা না হলে বিস্ফোরণের তীব্রতা এমন হওয়ার কথা নয়। স্থানীয় থানার ওসি ব্যবসায়ীদের কাছ থেকে মাসে ৫০ হাজার টাকা করে ঘুষ নেন বলেও অভিযোগ করেছেন তিনি। আজ দুপুরে ঘটনাস্থলে যাবেন বিজেপির বিধায়কদের এক প্রতিনিধি দল।








