এই মুহূর্তে কলকাতা

পানীয় জলের অপচয় ও চুরি আটকাতে নতুন আইন আনতে চলেছে রাজ্যে।

কলকাতা, ২৩ আগস্ট:- পানীয় জলের অপচয় রোধ করতে ও জল চুরি বন্ধ করতে রাজ্য সরকার নতুন আইন প্রণয়ন করতে চলেছে। রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায় আজ বিধানসভায় একথা জানিয়েছেন। দফতরের প্রশ্নোত্তর পর্বে অভাব নিয়ে আজ তিনি বলেন বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ রাজ্য সরকার পৌঁছে দিলেও তাই সাধারণ মানুষ জল পাচ্ছেন না৷, মাঝ পথেই বেআইনি ভাবে পাম্প লাগিয়ে বিনা অনুমতিতে জল টেনে নেওয়া হচ্ছে। এর ফলে যাঁদের যাদের কাছে যতটা জল পৌঁছানোর প্রয়োজন তা পৌঁছাচ্ছে না। রাজ্যের একাধিক জায়গা থেকে এই জল চুরির অভিযোগ আসছে। কিন্তু এব্যাপারে সুনির্দিষ্ট আইন না থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তাই এ বার জলচুরি আটকাতে কড়া হতে চলেছে রাজ্য সরকার৷

মন্ত্রী বলেন মানুষকে পানীয় জল দিতে সরকার বন্ধ পরিকর। আগামী দিনে মানুষ পানীয় হিসেবে জল ব্যবহার করতে পারে, তা অন্য কোনও কাজে যাতে ব্যবহার না হয় তাও দেখা হবে। জল চুরি আটকাতে জনপ্রতিনিধি ও পঞ্চায়েতকে সচেতনতা শিবির করারও তিনি অনুরোধ জানান। অন্যদিকে মন্ত্রী জানিয়েছেন, এই মুহূর্তে মোট ৬২ লক্ষ ৮২ হাজার ২৮১টি বাড়িতে জলের সংযোগ দেওয়া হয়েছে৷ ২০২৫ সালের মার্চ মাসের মধ্যে সব বাড়িতেই জলের সংযোগ দেওয়া হবে৷ চলতি মাসের মঙ্গলবার পর্যন্ত গ্রামীণ অঞ্চলে জল সংযোগের নিরিখে দেশের মধ্যে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। পুলক রায় জানান, রাজ্যের গ্রামীণ অঞ্চলে জল সংযোগের নিরিখে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে। পুলকবাবুর কথায়, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজ্যের প্রতিটি পরিবারে পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগী হয়েছেন। তাই অগস্টের এই ক’দিনে মোট ১ লক্ষ ১০ হাজার জল-সংযোগ দেওয়া সম্ভব হয়েছে। যা দেশের মধ্যে সর্বাধিক।’’