হাওড়া, ২১ আগস্ট:- সেলফি কেড়ে নিল প্রাণ। রেল লাইনের উপর দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মারা গেলেন এক কিশোর। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার হাওড়ায় দক্ষিণ পূর্ব রেলের কুলগাছিয়া মহিষরেখা সেতুর উপরে ডাউন লাইনে। মৃতের নাম শেখ সায়ের (১৭)। তার বাড়ি রাজাপুর থানার বৃন্দাবনপুর দক্ষিণ পাড়ায়। বাগনান জিআরপি মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।জানা গেছে, রেল সেতুর উপর লাইনে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে নিয়ে বিপজ্জনকভাবে সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তার।
স্থানীয়দের বক্তব্য, একটি বাইকে চেপে তিন কিশোর মহিষরেখা রেল সেতুর কাছে আসে। তারপর ওই তিন কিশোর সেতুর নিচে বাইক রেখে রেল সেতুর উপরে চলে যায়। বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে সেলফি তুলতে থাকে তারা। ওই সময় ডাউন মেদিনীপুর হাওড়া লোকাল লাইনে চলে আসলে দুই কিশোর লাইন থেকে লাফিয়ে সরে যায়। সায়ের ট্রেনের ধাক্কায় ছিটকে সেতু থেকে নিচে পড়ার সময় সেতুতে আটকে ঝুলতে থাকে। পরে বাগনান জিআরপি ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।