এই মুহূর্তে জেলা

যাদবপুর কাণ্ডে গ্রেফতার হুগলির ছাত্র।

হুগলি, ১৩ আগস্ট:- যাদবপুর কান্ডে গ্রেফতার হুগলির আরামবাগের এক ছাত্র। রাতভর জিজ্ঞাসাবাদের পর যাদব পুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে আজ সকালে। ধৃতের নাম মনোতোষ ঘোষ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাজ বিদ্যার দ্বিতীয় বর্ষের ছাত্র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলের ১০৪ নম্বর ঘরে থাকেন বছর কুড়ির মনোতোষ। স্বপ্নদীপ সেই ঘরেই অতিথি হিসাবে ছিলেন। মনোতোষের বাড়ি আরামবাগ পুরসভার ২ নং ওয়ার্ডের সার্কাস ময়দানে। বাবা শান্তিনাথ ঘোষ মা টগর ঘোষ। শান্তিনাথ বাবুর ফার্স্ট ফুডের দোকান আরামবাগ গৌরহাটিতে। স্বামী ও স্ত্রী দু জনেই এই দোকান চালান। সারাদিন দোকান চালিয়ে রাতে বাড়ি ফেরেন। গতকালও মনোতোষের সঙ্গে কথা হয়েছে বলে জানান তারা।

মনোতোষ মা ও বাবাকে জানায় যে চিন্তার কোন কারণ নেই। তাকে যাদবপুর থানায় ডেকেছে, সে যাবে, ভয়ের কোন কারণ নেই। তাদের ছেলে কারো মৃত্যুর কারন হতে পারে না বলে দৃঢ় বিশ্বাস মনোতোষের মা বাবার। মনোতোষ আরামবাগ হাইস্কুল থেকে পড়া শোনা করেছেন। বাবা লেখাপড়া জানেন না তবে মনোতোষ বরাবরই মেধাবী। উচ্চমাধ্যমিক পাশ করে যাদবপুরে ভর্তি হন। আজই শান্তিনাথ বাবুকে যাদবপুর থানায় ডেকে পাঠানো হয়েছে। সেই চিঠি আরামবাগ থানা থেকে বাড়িতে দিয়ে গেছে। যাদবপুর থানায় যাবেন বলে জানিয়েছেন শান্তিনাথ। তিনি বলেন,আমার ছেলে কোনো দোষ করেনি। তবে যাদবপুর গিয়ে কথা বলে আরো স্পস্ট করে জানতে হবে কে গ্রেফতার করল।