এই মুহূর্তে কলকাতা

সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা রুখতে পরামর্শদাতা দল তৈরি পূর্ত দপ্তরের।

কলকাতা, ১১ আগস্ট:- শহরের বিভিন্ন সরকারি হাসপাতালে বৈদ্যুতিন সরঞ্জাম থেকে অগ্নিকান্ডের ঘটনা রুখতে পূর্ত দফতর বিশেষ নজরদারি ও পরামর্শদাতা দল তৈরি করেছে। পূর্ত দফতরের দক্ষিণাঞ্চলের বিদ্যুৎ বিভাগের সহকারী মুখ্য ইঞ্জিনিয়ারের নেতৃত্বে তিন সদস্যের ওই দল গঠন করা হয়েছে। সাম্প্রতিককালে এসএসকেএম, নীলরতন সরকার, কলকাতা মেডিকেল কলেজের মত শহরের একাধিক সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বেশিরভাগ ক্ষেত্রেই বৈদ্যুতিন সরঞ্জাম এবং ওয়ারিং থেকেই আগুন লেগেছে বলে তদন্তে উঠে আসে।

ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই এই দল গঠনের উদ্যোগ বলে পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে। এই দলের সদস্যরা হাসপাতাল গুলি ঘুরে দেখে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এবং বৈদ্যুতিন সরঞ্জাম রক্ষণাবেক্ষণ ে দোষ ত্রুটি থাকলে তা খুঁজে বের করবেন। এই সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পরামর্শও দেবেন। সংশ্লিষ্ট হাসপাতালের রোগী কল্যাণ সমিতিগুলির বৈঠকেও অংশ নেবেন এই কমিটির সদস্যরা। তাদের সঙ্গে কথা বলে বৈদ্যুতিন সরঞ্জামের নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করবেন। যাতে এই ধরনের সরঞ্জাম থেকে অগ্নিকাণ্ডের ঘটনা কখনোই না ঘটে। এছাড়া পরামর্শদাতা কমিটির সদস্যরা নিজেদের প্রতিটি পরিদর্শনের রিপোর্ট পূর্ত সচিবের কাছেও জমা দেবেন।