এই মুহূর্তে জেলা

দলীয় নির্দেশ অমান্য করে বলাগড়ে প্রধান-উপপ্রধান পদে ভোটাভুটি তৃণমূলের।

হুগলি, ১০ আগস্ট:- দলীয় হুইপ অগ্রাহ্য করে বলাগড় ব্লকের একতারপুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনে ভোটাভুটি এড়াতে পাড়েনি তৃণমূল। গুপ্তিপাড়া ২ ও একতারপুর পঞ্চায়েতে ভোটাভুটি হয়।একতারপুর পঞ্চায়েতে দলের অফিসিয়াল প্রধান হিসবে নাম ছিল দীপ্তি মণ্ডলের ও উপ- প্রধান অশোক মাহাতোর। কিন্তু ভোটাভুটিতে দীপ্তি হেরে যান। তাতে প্রধান হয়েছেন তৃণমূলের টিকিটে জিতে আসা মিতা বিশ্বাস দেবনাথ। প্রধান উপপ্রধানের কুর্সি নিয়ে গোলমাল হয়েছে চণ্ডীতলার বাকসা গ্রাম পঞ্চায়েতে। অফিসিয়াল প্রধান ভোটাভুটিতে হেরে যেতেই পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। চণ্ডীতলা থানার পুলিশ গিয়ে লাঠি উঁচিয়ে জটলা সড়িয়ে দেয়। সিঙ্গুরে বারুইপাড়া পলতাগড় গ্রাম পঞ্চায়েতে বিজেপিকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।

বিজেপির দাবি ক্রস ভোটিংয়ে বিজেপি জিতলেও প্রশাসন শাসক দলকে প্রধান করে দিয়েছে। এ বিষয়ে শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি অরিন্দম গুঁই বলেন, এ দিন ৫০ টি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন হয়েছে। তৃণমূল সব পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে।বাকি পাণ্ডুয়ায় ২ টি পঞ্চায়েত ত্রিশঙ্কু ছিল। আমরা সংখ্যাগরিষ্ঠ দল ছিলাম। কিন্তু সিপিএম কংগ্রেস ও নির্দলের জোট করে বোর্ড করেছে। মানুষ এই অশুভ আঁতাতের জবাব দেবে। দলের নির্দেশ যে সমস্ত গ্রাম পঞ্চায়েত অগ্রাহ্য করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।