হাওড়া ,৭ আগস্ট:- হাওড়ার কুলগাছিয়ায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত প্রাইভেট গাড়ির ৩ আরোহী। দুর্ঘটনায় জখম ১। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় ১৬নং জাতীয় সড়কে কুলগাছিয়া উড়ালপুলে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রেলারের চালক। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উলুবেড়িয়ার একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন কলকাতার দিক থেকে খড়গপুরের দিকে যাচ্ছিল ট্রেলারটি।
সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে কলকাতামুখী লেনে চলে গেলে কোলাঘাটের দিক থেকে কলকাতামুখী ওই প্রাইভেট গাড়ির সঙ্গে ট্রেলারটির মুখোমুখি সংঘর্ষ হয়। গ্যাস কাটার দিয়ে প্রাইভেট গাড়ি থেকে চালককে উদ্ধার করা হয়। প্রাইভেট গাড়ির তিন আরোহী ও ট্রেলারের চালককে উদ্ধার করে উলুবেড়িয়া মেডিকেল কলেজে নিয়ে এলে প্রাইভেট গাড়ির তিন আরোহীকে মৃত বলে ঘোষণা করা হয়। এদের কারও পরিচয় জানা যায়নি।